ট্রেন্ড এখন মোটা এবং ঘন ভ্রু। কিন্তু সবার তো আর ঘন ভ্রু থাকে না। তবে সামান্য পরিচর্যা ভ্রুকে মোটা এবং ঘন করতে পারে। ঘন ও সুন্দর ভ্রু পেতে হলে জেনে নিন...
যা যা করবেন
► অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে সিরাম বানিয়ে নিন। রাতে ঘুমানোর আগে ভ্রুতে লাগিয়ে নিন।
► অন্যথায় নারকেল তেল ব্যবহার করতে পারেন। সঙ্গে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভ্রুতে লাগান। ভ্রু ঝরে পড়া কমবে।
► অ্যালোভেরার জেল সরাসরি ভ্রু জোড়ায় লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার করলে ঘন হবে ভ্রু।
► ভ্রু ময়েশ্চারাইজ করতে পেট্রোলিয়াম জেলি ্ব্যবহার করুন। দিনে দুই থেকে তিনবার পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন ভ্রুতে।
► অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ নারকেল তেল ব্যবহার করুন ভ্রুতে। নিয়মিত ব্যবহারে ফল পাবেন।
► ছোট ব্রাশ দিয়ে নিয়মিত ভ্রু ব্রাশ করুন। জোরে করবেন না।
তথ্যসূত্র : ব্রো বুটিক