২১ মার্চ, ২০২৩ ১২:৩৭

গোপালগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ উদযাপন

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা হয়

দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ এর ১৪ বছরে পদার্পণ উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা হয়। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মিয়া।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হাসান শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে গোপালগঞ্জ জেলা জাসদ সভাপতি শেখ মাসুদুর রহমান, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, কবি সাহিত্যিক ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, সাংবাদিক এস এম নজরুল ইসলাম, কালের কণ্ঠের প্রসূন মণ্ডল, বাংলানিউজের একরামুল কবীরসহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও বার্তায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার মঞ্জুরুল হক লাবলু শুভেচ্ছা জানান।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর