রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন ৩১ জুলাই পর্যন্ত

চাকরির খোঁজ ডেস্ক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ৩১টি পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে আবেদন করা যাবে-

১। পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা বিভাগ, (গ্রেড ৩) পদের সংখ্যা-০১টি।

২। পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ (গ্রেড-৩) পদের সংখ্যা ০১টি।

৩। পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ (গ্রেড-৩) পদের সংখ্যা-০১টি।

৪। পরিচালক, তথ্য ও গণসংযোগ বিভাগ (গ্রেড-৩) পদের সংখ্যা ০১টি।

৫। পরিচালক, মিডিয়া বিভাগ (গ্রেড-৩) পদের সংখ্যা- ০১টি।

৬। সিস্টেম ম্যানেজার/পরিচালক, কম্পিউটার বিভাগ (গ্রেড-৩) পদের সংখ্যা-০১টি।

৭। লাইব্রেরিয়ান, লাইব্রেরি ও অ্যান্ড ডুকমেন্টেশন বিভাগ (গ্রেড-৩) পদের সংখ্যা-০১টি।

৮। বিশ্ববিদ্যালয় প্রকৌশলী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগ (গ্রেড-৪) পদের সংখ্যা- ০১টি।

৯। আঞ্চলিক পরিচালক, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ (গ্রেড-৪) পদের সংখ্যা-০২টি।

১০। যুগ্ম-পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ (গ্রেড-৪) পদের সংখ্যা-০১টি।

১১। উপ-গ্রন্থাগরিক, লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ (গ্রেড-৫) পদের সংখ্যা-০১টি।

১২। উপ-পরিচালক (রিজিয়ন), স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ (গ্রেড-৫) পদের সংখ্য-০১টি।

১৩। উপ-পরিচালক (ভর্তি), স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ (গ্রেড-৫) পদের সংখ্যা-০১টি।

১৪। উপ-পরিচালক, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগ (গ্রেড-৫) পদের সংখ্যা-০১টি।

১৫। উপ-পরিচালক, উপাচার্যের দফতর (গ্রেড-৫) পদের সংখ্যা-০১টি।

১৬। উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) প্রশাসন বিভাগ (গ্রেড-৫) পদের সংখ্যা-০১টি।

১৭। উপ-আঞ্চলিক পরিচালক, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ (গ্রেড-৫) পদের সংখ্যা-০২টি।

১৮। সিনিয়র মেডিকেল অফিসার, প্রশাসন বিভাগ (গ্রেড-৫) পদের সংখ্যা-০১টি।

১৯। সহকারী আঞ্চলিক পরিচালক, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ (গ্রেড-৭) পদের সংখ্যা-০৪টি।

২০। সহকারী পরিচালক (পার্সোনাল) প্রশাসন বিভাগ (গ্রেড-৭) পদের সংখ্যা-০১টি।

২১। সহকারী পরিচালক, তথ্য ও গণসংযোগ বিভাগ (গ্রেড-৭) পদের সংখ্যা-০১টি।

২২। সহকারী পরিচালক (প্রকৌশল) মিডিয়া বিভাগ (গ্রেড-৭) পদের সংখ্যা-০১টি।

২৩। সহকারী পরিচালক (স্টোর), প্রশাসন বিভাগ (গ্রেড-৭) পদের সংখ্যা-০১টি।

২৪। সহকারী পরিচালক, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগ (গ্রেড-৭) পদের সংখ্যা-০১টি।

২৫। সহকারী পরিচালক, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ (গ্রেড-৭) পদের সংখ্যা ০১টি।

২৬। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রণ, পরীক্ষা বিভাগ (গ্রেড-৭) পদের সংখ্যা-০১টি।

২৭। কো-অর্ডিনেটিং অফিসার, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ (গ্রেড-৯) পদের সংখ্যা-০৩টি।

২৮। প্রশাসনিক কর্মকর্তা, স্কুল অব বিজনেস (গ্রেড-৯) পদের সংখ্যা-০১টি।

২৯। প্রশাসনিক কর্মকর্তা (পরীক্ষা), পরীক্ষা বিভাগ গ্রেড-৯) পদের সংখ্যা-০১টি।

৩০। সহকারী প্রকৌশলী (সিভিল) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগ (গ্রেড-৯) পদের সংখ্যা-০১টি।

৩১। স্টুডিও ইঞ্জিনিয়ার, মিডিয়া বিভাগ পদের সংখ্যা (০১টি) পদের সংখ্যা-০১টি।

 

আবেদনপত্র সংগ্রহ : আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bou.edu.bd এর মাধ্যমে আবেদনের বিস্তারিত নিয়ম জানতে পারবেন।

 

আবেদনের শেষ তারিখ

৩১ জুলাই ২০২২

সর্বশেষ খবর