রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জীবনবৃত্তান্ত তৈরির সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

চাকরির খোঁজ ডেস্ক

জীবনবৃত্তান্ত তৈরির সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

>> নাম ও যোগাযোগের তথ্য : নাম বড় ফন্টে সবার উপরে লিখবেন। ডিজাইনের ওপর ভিত্তি করে বাম, ডান কিংবা মাঝ বরাবর হতে পারে। আর ফোন নম্বর, ইমেইল এড্রেস, বাসার ঠিকানা দিতে হবে। আপনার যদি পরিপাটি লিঙ্কডইন প্রোফাইল থাকে, সেটা অবশ্যই দিতে পারেন।

>> ছবি : ফরমাল ক্লোজআপ পোর্ট্রেইট ছবি দিবেন। ছবি যেখান থেকে তুলবেন ব্যাকগ্রাউন্ড (পোশাকের সঙ্গে সমন্বয় করে) হালকা কোনো রং দিতে বলবেন। ব্যাকগ্রাউন্ডে গাঢ় কোনো রং ভালো দেখায় না।

>> অবজেক্টিভ : এই পয়েন্টে দুই এক বাক্যের মধ্যে আপনি কীভাবে আপনার দক্ষতা, অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নতি করতে চান, সেটা ফরমালভাবে লিখবেন।

>> অভিজ্ঞতা : কোথায় কী কাজ করেছেন সেগুলো থাকবে। এখানে পদের নাম, কাজের সময়সীমা, কাজের ধরন উল্লেখ করতে হবে। কাজের সময়সীমা শুধু মাস আর বছর লেখা যথেষ্ট।

>> শিক্ষাগত যোগ্যতা : স্কুল, কলেজ, বিশ্ববিদ্যলয়ের ডিগ্রি, পাসের সাল, বিভাগ, বিষয় উল্লেখ করতে হয়।

>> ট্রেনিং : আপনি কোনো ট্রেনিং নিয়ে থাকলে, ট্রেনিংয়ের নাম, প্রতিষ্ঠানের নাম, কতদিনের কোর্স ছিল আর সাল উল্লেখ করবেন।

>> দক্ষতা : কী কী বিষয়ে দক্ষ সেগুলো এবং আপনার পার্সোনালিটি থাকবে এখানে।

>> এক্টিভিটিস : এখানে পড় শোনার পাশাপাশি উল্লেখযোগ্য কী কী করেছেন বা করেন উল্লেখ করবেন। কোনো পুরস্কার বা বৃত্তি পেয়ে থাকলে সেটা জানাতে ভুলবেন না।

>> প্রজেক্ট বা পোর্টফোলিও : আগে যেসব কাজ করেছেন তার পোর্টফোলিও দেখাতে পারেন।

সর্বশেষ খবর