৯ নভেম্বর, ২০১৯ ২২:১৭
ভারতীয় মিডিয়ার দাবি

দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে 'ধর্মীয় গুরু'র কাছে যান শাস্ত্রী

অনলাইন ডেস্ক

দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে 'ধর্মীয় গুরু'র কাছে যান শাস্ত্রী

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে জিতে মাঠ ছাড়ে রোহিতরা। ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা আসায় রবিবারের ম্যাচটি হয়ে গেছে অঘোষিত ফাইনাল। এই ম্যাচের আগে নতুন বোমা ফাটাল ভারতীয় মিডিয়া।

বেশ কিছু ভারতীয় মিডিয়ায় এক ধর্মীয় গুরুর সঙ্গে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর ছবি প্রকাশ করে বলা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টির আগে আশীর্বাদ নিতে বাপা মহন্ত স্বামীজীর কাছে যান রবি শাস্ত্রী। বাপা মহন্ত স্বামীজী আধ্যাত্মিক গুরু হিসেবে বহুল পরিচিত। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। কারণ, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ রবি শাস্ত্রীকে পছন্দ করেন না। 

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতীয় পত্রিকা ডেকান ক্রনিক্যাল জানিয়েছে, 'রবি শাস্ত্রী, শিখর ধাওয়ানসহ কয়েকজন ভারতীয় ক্রিকেটার ম্যাচের আগে স্বামী নারায়ণ মন্দিরে গিয়েছিলেন। সেখানে তারা বাপা মহন্ত স্বামীজীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার আশীর্বাদ নেন। সেই সময় বাপ মহন্ত স্বামীজী বাংলাদেশকে হারানোর ব্যাপারে শাস্ত্রীদের আশীর্বাদ করে দেন। একইসঙ্গে তিনি সব ক্রিকেটারের সুস্বাস্থ্য কামনা করেন।' 

সোশ্যাল সাইটে এই ঘটনার পর রীতিমতো ট্রল করা হচ্ছে শাস্ত্রীকে নিয়ে। খোদ ভারতীয় ভক্তরাই তাকে ধুয়ে দিচ্ছেন। একজন যেমন লিখেছেন, 'মি. শাস্ত্রী, জয় তো পেলে; এখন প্রতি ম্যাচের আগেই স্বামীজীর কাছে যেও... কেমন?' 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর