৭ ডিসেম্বর, ২০২১ ১৯:২৩

নালিতাবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আমন মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরিন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরকারের সঙ্গে উপজেলায় একটি অটো রাইসমিল ও চাতাল মিলসহ মোট ৫০টি মিল চুক্তিবদ্ধ হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। সরকারিভাবে চালের দাম কেজি প্রতি ৪০ টাকা এবং ধানের দাম ২৭ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং চাল ৯৯৫ মেট্রিকটন ও ধান ৭৮০ মেট্রিকটন ক্রয় করা হবে বলে জানিয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম নাছির উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রনব চন্দ্র ভট্টাচার্য, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, ওসিএলএসডি মো. শহিদুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি মো. আবুদুস সামাদ, সাবেক মিল মালিক সমিতির সভাপতি মো. মাহমুদুর রহমান প্রমুখ।


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর