১২ মে, ২০২২ ১৩:৩৩

মিঠামইনে বোরোধান সংগ্রহ শুরু

অনলাইন ডেস্ক

মিঠামইনে বোরোধান সংগ্রহ শুরু

কিশোরগঞ্জের মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

প্রতি কেজি ২৭ টাকা ধরে ক্রয় করা হচ্ছে বোরো ধান। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের নিকট হতে বোরো ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। ধান সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন। বোরো ধান কার্যক্রমের উদ্বোধন শেষে খাদ্য গুদাম পরিদর্শন করেন প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. আক্কাস আলী জানান, এ বছর ২ হাজার ৪০৪ মেট্রিকটন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি একজন কৃষক ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন। প্রতি কেজি ২৭ টাকা ধরে ধান ক্রয় করা হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের নিকট হতে বোরো ধান সংগ্রহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাঈনউদ্দিন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর