২০ জুন, ২০২২ ১১:২৭

যশোরে আই-ফারমার সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে আই-ফারমার সেন্টার উদ্বোধন

যশোরে প্রান্তিক পর্যায়ের চাষিদের সবধরণের সেবা প্রদানের লক্ষ্যে আই-ফারমার সেন্টার স্থাপন করা হয়েছে। সোমবার বাঘারপাড়া উপজেলার মাহামুদপুর বাজারে এই সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই-ফারমার এর কো-ফাউন্ডার ও সিইও ফাহাদ ইফাজ। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আই-ফারমার সেন্টার থেকে কৃষকদের প্রশিক্ষণ, এগ্রিমেশিনারিজ, প্রয়োজনে নগদ অর্থসহ সব ধরণের ইনপুট প্রদান করা হবে। এক্ষেত্রে সবজিচাষ, গরু-ছাগল পালন, হাঁস-মুরগি, মাছ উৎপাদন ও দানাজাতীয় ফসল উৎপাদনের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হবে। 
আই-ফারমার সেন্টারের যাত্রা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি একজন কৃষককে একটি গরু ও তিনজন কৃষকের মাঝে তিনটি স্প্রে মেশিন বিতরণ করেন। এসময় সেখানে প্রতিষ্ঠানটির এগ্রো ইনপুট হেড রিশাদ হায়দার, সিনিয়র ম্যানেজার কল্লোল কুমার রায়, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভ স্টক-এর দায়িত্বপ্রাপ্ত মো. মহসিনসহ সংশ্লিষ্ট এলাকার প্রান্তিক চাষীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর