১৪ আগস্ট, ২০২২ ২১:২২

বাড়ছে বাণিজ্যিক ড্রাগন চাষ

কুমিল্লা প্রতিনিধি:

বাড়ছে বাণিজ্যিক ড্রাগন চাষ

কুমিল্লার বুড়িচং উপজেলায় ড্রাগন ফল চাষ বাড়ছে। তার মধ্যে উল্লেখযোগ্য- পশ্চিমসিংহ, বারেল্লা, নিমসার ও রাজাপুর গ্রামে ড্রাগন ফলের চাষ হয়েছে। এতে পুষ্টির যোগানের সাথে তরুণরা স্বাবলম্বী হচ্ছেন।  

উপজেলার পশ্চিমসিংহ গ্রামে দুই বিঘা জমিতে বাণিজ্যিক ড্রাগন বাগান গড়ে উঠেছে। বাগানটি দ্বিতীয় বছরে পা দিয়েছে, বর্তমানে ফল সংগ্রহ চলছে। প্রথম বছর ৩ লক্ষ টাকার অধিক মূল্যের ড্রাগন ফল বিক্রি করেছেন তরুণ উদ্যোক্তা মো. শাহ ইসরাইল। এ বছর বিনিয়োগের টাকা তুলে আনার প্রত্যাশা করছেন তিনি।
বাগান ঘুরে দেখা যায়, ডালে ডালে ফোটার অপেক্ষায় রয়েছে ড্রাগন ফুল। ভালো ফলন নিশ্চিত করতে হাতে পরাগায়ন করছেন উদ্যোক্তা। বেশ কিছু ফুলের কলি ডাল গুলোতে উঁকি দিচ্ছে।

কৃষক মো. শাহ ইসরাইল জানান, লাভজনক ড্রাগন চাষের কথা জানতে পেরে গত বছর ২ বিঘা জমিতে বাগান শুরু করেন। নাম দেন সেবা এগ্রো ফার্ম। কিছু প্রতিবন্ধকতা দেখা দিলে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেন। শুরুতে উপসহকারি কৃষি অফিসার মোছা. মনোয়ারা বেগম বাগানে এসে পরামর্শ প্রদান করেন। কিছুদিন পর থেকে বাগানটি নিয়মিত তত্ত্বাবধান করে আসছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায়। 


উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বানিন রায় জানান, কুমিল্লা জেলার জন্য ড্রাগন বেশ লাভজনক ফল। কারণ এ অঞ্চলের মানুষের ক্রয় ক্ষমতা অন্যান্য অনেক জেলার থেকে বেশি। তাছাড়া ফলটির বাজার মূল্য ভালো। দুই বিঘা জমিতে ৭ লাখ টাকার মতো খরচ হয়েছে। দুই বছরে পুঁজি উঠে আসবে। বাগানটিতে সকল কারিগরি সহায়তা দিয়ে আসছি। বাগানটির সফলতা দেখে আরো কয়েকটি নতুন ড্রাগন বাগান গড়ে উঠছে। 

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর