গাজীপুরের কালিয়াকৈরে এ বছর কৃষকরা আমন ধানের চারা রোপণে চাষাবাদের কাজ শুরু করেছেন। আবহাওয়া ভালো থাকলে রোপা আমন ধানে ভালো ফলন পাবেন চাষিরা। উপজেলা কৃষি অফিস ও চাষিদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার রোপা আমন ধান চাষাবাদ হচ্ছে। এ বছর রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫১০ হেক্টর। ইতোমধ্যে ১৫০০ হেক্টর অর্জন হয়েছে। সরকারে কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের মাঝে সার-বীজ প্রদান করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সার-বীজ কীটনাশক দেওয়া হয়েছে। আগস্টের শুরু থেকে কৃষকরা রোপা আমনের চাষাবাদ কার্যক্রম শুরু করেছে। এ আবাদে বেশি খরচ করতে হয় না।
তাই দিন দিন রোপা আমনে কৃষকের আগ্রহ বাড়ছে। রোপা আমন চাষাবাদের বেশির ভাগ বৃষ্টির ওপর নির্ভরশীল। এ বছর দেরিতে বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা কিছুটা বিড়ম্বনায় পড়েন। তবে বৃষ্টিপাত সন্তোষজনক হওয়ায় রোপা আমন চাষে কোনো সমস্যা হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত থাকলে, পোকামাকড় সংক্রমণ না করলে ফলন ভালো হবে বলে আশা করছেন কৃষকরা। কালামপুর এলাকার ওয়াজউদ্দিন জানান, বৃষ্টির পানিতে রোপা আমন ধান চাষাবাদ করা হয়। এ আবাদে রোগবালাইও কম, অল্প খরচে এই ধান চাষাবাদ করা যায়। যে ধান উৎপাদন হয় সেই ধান দিয়ে সারা বছর চলে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকলে আশানুরূপ ফলন পাওয়া যাবে। এ বছর বৃষ্টিপাত ভালো থাকলে রোপা আমনের ফলন লক্ষ্যমাত্রা অর্জন হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        