১৭ মে, ২০২৪ ১৭:২৯

জুনের প্রথম সপ্তাহে মিলবে চাঁপাইনবাবগঞ্জের আম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জুনের প্রথম সপ্তাহে মিলবে চাঁপাইনবাবগঞ্জের আম

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে এ বছরও আম নামানোর সময়সীমা বা ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা না করায় পরিপক্ক হলেই তা নামিয়ে বাজারজাত করা হবে। এজন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনে ম্যাংঙ্গো স্পেশাল ট্রেনটি ১০ জুন চালুর জন্য মতামত দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতামতের ভিত্তিতে আগামী ১০ জুন থেকে ট্রেনটি চালু করা হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক জানান, চলতি মাসের শেষের দিকে গুটি জাতের আম এবং আগামী মাসের প্রথমদিকে গোপালভোগ ও ক্ষিরসাপাতসহ বিভিন্ন আম পর্যায়ক্রমে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ফলে জুনমাসের প্রথম সপ্তাহ থেকেই সারা দেশের মানুষ চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আমের স্বাদ নিতে পারবেন। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিকটন আম। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদনের লক্ষমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর