বাগেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামের বাসিন্দা সুজন গোলদারের ৮ একর জমির কুল বাগান থেকে এবছর আয় হয়েছে ১৮ লাখ টাকা। রড এ্যাপেল, চায়না টক-মিষ্টি, ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি জাতের সর্বমোট ২৪০০ গাছের প্রতিটিতেই ধরেছে ১২ থেকে ১৫ কেজি কুল।
খামারি সুজন গোলদার জানান, চার বছর আগে শখ ও নিজ পরিবারের চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় ২০টি বল সুন্দরী জাতের কুলের চারা রোপণ করেন। ভালো ফলন পাওয়ায় পরের বছর ৮ একর জমিতে সৌখিন এগ্রো নামে কুলের খামার গড়ে তোলেন। খামারে ১২০০টি বল সুন্দরী-ভারত সুন্দরী ও ১২০০টি রড এ্যাপেল, চায়না টক-মিষ্টি, কাশ্মীরি জাতের কুলের চারা রোপণ করা হয়। প্রতিদিন এই বাগান থেকে আমি ১৮ থেকে ২০ মণ কুল সংগ্রহ করছি। ইতোমধ্যে ১৬ লাখ টাকার কুল বিক্রি হয়েছে। এখনও গাছে যে পরিমাণ কুল রয়েছে তাতে এ বছর ১৮ লাখ টাকার অধিক কুল বিক্রি হবে বলে আশা করছি। বর্তমানে বাগান থেকে আকার ভেদে প্রতি মণ কুল বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকায়। খামোরে ১২ জন শ্রমিক কর্মরত রয়েছে। তারা গাছের পরিচর্যা থেকে শুরু করে কুল তুলে বিক্রি করে থাকেন। এ ছাড়া বাগেরহাট সদর ও পার্শ্ববর্তী পিরোজপুর জেলা থেকেও অনেক পাইকারি ব্যবসায়ী আমার খামার থেকে কুল কিনে থাকেন।
বাগানে কর্মরত বিষখালি গ্রামের তপন মিস্ত্রি বলেন, আমি গত ৩ বছর যাবত এই বাগানে কাজ করছি। কুল গাছে কোনো রাসায়নিক সার ছাড়াই সরিষা খৈল, ভার্মিকম্পোস্টসহ বিভিন্ন জৈব সার ব্যবহার করা হয়। এ কারণে আমাদের গাছে ভালো ফলনের পাশাপাশি কুল অনেক বড় হয়ে। কুলের ভারে গাছগুলো নুয়ে পড়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার জানান, বাগেরহাট জেলায় নতুন সম্ভাবনাময় ফসল হিসাবে কুল চাষে লাভবার হচ্ছে খামারিরা। এ বছর জেলায় ৩৩৬ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। সুজন গোলদার কৃষি বিভাগ থেকে কুল চাষে প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছে। আমরা তাকে এসএসিপি প্রকল্পের আওতায় সার, কীটনাশক ও চারা দিয়ে সহায়তা করেছি। বাগেরহাট কৃষি বিভাগ এ ধরনের উদ্যোক্তাদের পাশে রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল