বীরগঞ্জ মাকড়াই এলাকার বাসিন্দা নবম শ্রেণির শিক্ষার্থী মনিকা মার্ডি। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছে আদিবাসী এই কিশোরী। ২০১৯ সালে একটি সড়ক দুর্ঘটনায় বাবা গুরুতর আহত হন। এরপর থেকে তিনি আর কাজ করতে পারেন না। সংসারে দাদা-বৌদি, বোন, দুই ভাই, বাবা-মা মিলিয়ে সাতজন। বর্তমানে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মনিকার বড় ভাই, যিনি অটোরিকশা চালিয়ে কোনোমতে সবার খাবার জোগান দেন। বড় ভাইয়ের ওপর চাপ কমাতে কিছু একটা করতে চান মনিকা। যোগাযোগ করেন উপজেলা শুভসংঘের সদস্যদের সঙ্গে। মনিকা জানে আগেও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এই এলাকার অনেককে নানাভাবে সহযোগিতা করেছে। মনিকার ভাগ্য খুব ভালো, তখন বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ চলছিল। তাকে সেখানে ভর্তি করে নেওয়া হয়। মনিকা জানান, আমাদের পরিবারের কঠিন সময়ে বসুন্ধরা শুভসংঘ আমাকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দিয়েছে। এটি শুধু একটি মেশিন নয়, আমার জীবনে নতুন স্বপ্নের দ্বার খুলে দিয়েছে তারা। এখন আমি পরিবারের সবার কাপড় সেলাই করতে পারব, পাশাপাশি অন্যের কাজ করে কিছু আয় করতে পারব। নিজের পড়াশোনার খরচ চালাতে পারব এবং সংসারের ব্যয়ভারও কিছুটা কমবে। আমার স্বপ্ন, ভালোভাবে সেলাই কাজ করে এবং পাশাপাশি লেখাপড়া চালিয়ে স্বাবলম্বী হওয়া। আশীর্বাদ করবেন একদিন আমিও যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। বসুন্ধরা শুভসংঘ আমাকে শুধু একটি সেলাই মেশিন দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস আর স্বপ্ন দেখার শক্তি। আমি কৃতজ্ঞ বসুন্ধরা শুভসংঘের প্রতি। সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে যদি এভাবে কেউ দাঁড়ায়, তাহলে আমাদের জীবন বদলে যাবে।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
আত্মবিশ্বাস জুগিয়েছে বসুন্ধরা গ্রুপ
মনিকা মার্ডি, নবম শ্রেণির ছাত্রী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর