বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ সভা অনুষ্ঠিত।
এসময় সংগঠনটির কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
আলোচনায় যে-সব কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, এর মধ্যে অন্যতম হলো- বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিশ্ববিদ্যালয়ে সাহিত্য প্রতিযোগিতা আয়োজন, বই পাঠের আয়োজন, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আওতায় আনা, ময়লা-আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ডাস্টবিনের পরিকল্পনা, সচেতনতামূলক প্ল্যাকার্ড বিতরণ, খেলার মাঠে ফার্স্ট এইড সহায়তা ও ভেটেরিনারি ক্যাম্পেইন ইত্যাদি।
সংগঠনটির সভাপতি তারিণ সুমাইয়া বলেন, 'আমরা প্রথম মিটিংয়ে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। একটা একটা করে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমাদের সকল কার্যক্রমের মধ্য দিয়ে ক্যাম্পাসে শুভ কাজ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুভ কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করব।'
বিডি প্রতিদিন/মুসা