নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন উদযাপন করেছে ময়মনসিংহের গৌরীপুর বসুন্ধরা শুভসংঘ। প্রতিবারের মতো এবারও যথাযথভাবে দিনটি উদযাপন করা হয়।
বুধবার দুপুর ২টার দিকে শহরের কালীখলা এলাকা থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহর ঘুরে আবার কালীখলা এলাকায় এসে শেষ হয়। সেখানে শুভ সংঘের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
সেখানে জালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কেক কাটেন গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
এরপর প্রয়াত এই সাহিত্যিকের জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি শংকর ঘোষ পিলু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হারুন মিয়া, সহ-সাধারণ সম্পাদক সানজিদা আক্তার, কার্যনির্বাহী সদস্য ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, আমেনা আক্তার, পাপ্পু পাল, জাহাঙ্গীর ইসলাম সাব্বির, জয় আচার্য্য, বাংলাদেশ রোভার স্কাউটের সদস্য ঋদি আক্তার, রানী, সুমাইয়া আক্তার, সাংবাদিক রইছ উদ্দিন রইছ, ফারুক আহম্মেদ ও গনেশ পালসহ অনেকে।
বিডি প্রতিদিন/ইই