ঋতু বদলের পালায় হেমন্তের মাঝামাঝি সময়ে শীত উঁকি দিচ্ছে। এই সময়টাতে বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখার বন্ধুরা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি ব্যাতিক্রমী উদ্যোগ নিলেন।
তাঁরা রাজধানীর ধোলাইপারে অবস্থিত পথ শিশুদের স্কুল আমাদের বিদ্যানিকেতন এর শিক্ষার্থীদের মাঝে আজ শনিবার (১৬ নভেম্বর) শীতের সুরক্ষা সামগ্রী-লিপজেল, শ্যাম্পু, ক্রীম এবং তেল বিতরণ করেছেন।
বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি আবদুল হান্নান মিলটন এর নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে এই উপকরণ তুলে দেওয়া হয়। তিনি বলেন- বসুন্ধরা শুভসংঘ সারা দেশব্যাপী সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে নানা আয়োজন করে থাকে। আমরা আজকে শিশুদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব ও নিজেদের শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে বুঝাতে সক্ষম হয়েছি। এসব সামগ্রী হয়তো শিশুদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলবে। এটাই আমাদের চাওয়া।
এ সময় স্কুলটির পরিচালক রানা ও শিক্ষক তালহা উপস্থিত ছিলেন। রানা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের এই কর্মসূচি বাচ্চাদের জন্য উপকারী হবে। সবাই শুভসংঘের মতো এগিয়ে এলে ওরা আরও উৎসাহী হবে এবং ঝড়ে পড়ার হার কমবে। আমাদের সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিশুদের কথা ভাবতে হবে।
বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক আশিক আহমেদ সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভালো কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ব্যপারে জোর দেন।
বিডি প্রতিদিন/আশিক