ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন ডিগ্রী মহিলা কলেজে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় মহিলা কলেজ হলরুমে বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির আয়োজনে এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী মনজুর হোসেন। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু।
সভায় বক্তারা যেকোনো ডিজিটাল প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি এম আমির হোসেন, চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম, মহিলা কলেজের শিক্ষক নুরুল হুদা রুমি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা এম আবু সিদ্দিক, শুভসংঘের দপ্তর সম্পাদক সাংবাদিক শফি উল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাঈম, মহিলা কলেজের শিক্ষক ফারুক রানা, শিক্ষক প্রতিনিধি আকতার হোসেন, প্রভাষক ফারহানা আফরোজ মোস্তাফিজুর রহমান, মুকবুল আহমেদ, রাজিব মজুমদার, পিটার, শফিকুল ইসলাম, আছমা বেগম তানিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ