নওগাঁর বদলগাছী আক্কেলপুর সড়কের দু’পাশে সারি সারি তাল গাছ পথচারীদের আকৃষ্ট করে। গত বছর এই সড়কের প্রশস্তকরণ কাজ শেষ হলে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। সড়কের প্রশস্তকরণ কাজ শুরুর পর থেকেই তালগাছগুলো সংরক্ষণে কাজ করে বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা কালের কণ্ঠের বদলগাছী-মহাদেবপুর উপজেলা প্রতিনিধি, শুভসংঘের বদলগাছী শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া ও সেক্রেটারি মোছাদ্দেক হোসেন মূসা। তারা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ঠিকাদারের লোকজনদের অনুরোধ করেন, প্রয়োজন ছাড়া কোনো তালগাছর যেন ক্ষতি না হয়।
গত সাত দিন আগে থেকে নওগাঁ জেলা সড়ক ও জনপদ বিভাগের সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সড়কের দু’পাশের তালগাছগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। ইতোমধ্যে প্রায় তিন শতাধিক তালগাছ পরিষ্কার করা হয়েছে। এ সড়কে প্রায় সহস্রাধিক গাছ রয়েছে। তালগাছ পরিষ্কার করায় দেখতে সুন্দর লাগছে, এতে করে পথচারীরা আকৃষ্ট হচ্ছেন। চলতি পথে মোটরসাইকেল ও যানবাহন থামিয়ে ছবি, সেলফি তুলছেন পথচারীরা।
সাখাওয়াত ও মধু নামের দুই পথচারী জানান, তাদের বাড়ি নজিপুর। পরিষ্কার করায় তালগাছের সারি খুব সুন্দর লাগছে, তাই ছবি তুলছেন।
গাছগুলো পরিষ্কার হওয়ায় সড়কের সৌন্দর্য বেড়েছে। এতে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া পড়েছে। তারা শুভসংঘের কাছে দাবি করেছেন, পরিষ্কার করার পর যেন প্রতিটি গাছে চুনকাম করা হয়।
শুভসংঘের সেক্রেটারি মোছাদ্দেক হোসেন মূসা সার্বক্ষণিক খেয়াল রাখছেন কাজের দিকে। ইতোমধ্যে তালগাছ সংস্কার কাজ পরিদর্শন করেছেন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক।
সংশ্লিষ্টদের মতে, সংস্কার কাজ শেষে গাছে চুনকাম করা হলে সড়কের দু’পাশে থাকা সারি সারি তালগাছের সৌন্দর্য বেড়ে যাবে। তৈরি হবে এখানে বসার জায়গা।
রবিবার বিকেলে সংস্কার কাজের পরিদর্শনকালে শুভসংঘের বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সাঈদ, আবু জর গিফারী, রানা হামিদ, দুলাল সাই ও বিধান চন্দ্র সরকার।
বিডি প্রতিদিন/ইই