ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পা ধুয়ে পিতা-মাতার প্রতি দায়িত্ব-কর্তব্য দেখালো শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ে পিতা-মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য প্রতিপাদ্য বিষয় নিয়ে এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা ছাত্তার। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে তা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এখন থেকে শুভসংঘকে সাথে নিয়েই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এতে শিক্ষার্থীরা কিছু শিখে কাজে লাগাতে পারবে।
এসেম্বলি শুরুর আগে কোরআন তেলোয়াতের পর স্কুলের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা ছাত্তার। পরে ভিন্ন আঙ্গিকে শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। সেই সাথে পিতা-মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকার অঙ্গীকার করে শপথ পাঠ করানো হয়।
পরে আমন্ত্রণে আগত অবিভাবকদের সারিবদ্ধভাবে সন্তানের পাশেই চেয়ারে বসিয়ে দেওয়া হয়। ওই সময় সন্তানেরা মা-বাবার পা ধুয়ে দিয়ে দায়িত্ব ও কর্তব্যের নিদর্শন প্রদর্শন করে। পা ধোয়ার সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে মাকে জরিয়ে ধরে কাঁদতে দেখা গেছে।
জানতে চাইলে বিলকিস আক্তার নামে এক মা বলেন, এটাই তো আমরা চাই। যেন আমার সন্তান বিপথে না যায়। অনেক কষ্ট করে তাদের লালন পালন করছি-তারা যেন আমাদের কষ্ট না দেয়। আমরা এর চেয়ে বেশী কিছু চাই না। আজ খুশিতে কাঁদছি।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম মাসুম বলেন, 'আম্মারে সকলের সামনে পাও ধুয়াইছি, এইডার লাইগ্যা আমার অনেক আনন্দ লাগতাছে। অহন থাইক্যা বাড়িত আম্মা আব্বারে অনেক যত্ন করবাম। শুভসংঘ আমরার চোখ খুইল্যা দিছে।'
পা ধোয়ার পর ইউএনও সকল শিক্ষার্থীর উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল বুসরা অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন।
প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুস সুলতান শাহিন, সহ প্রধান শিক্ষক মো. হাফিজ উদ্দিন, শিক্ষক মো. মাহবুবুল আলম, মো. মোশারফ হোসেন ভুইয়া, মোছা.রোকশানা খাতুন, সীমা রাণী রুদ্র, শরীর চর্চা শিক্ষক শহিদুল ইসলাম মীর, মোছ. আছমা খাতুন, মোছা.মাহবুবা বেগম, অলকা বেগম, আমিনুল ইসলাম, মাহবুব আলম, আজহারুল ইসলাম, আব্দুল কাইয়ুম,অফিস সহকারী মাজহারুল হক, মোসলেম উদ্দিন, কম্পিউটার ল্যাব অপারেটর রিপন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ শুভসংঘের সভাপতি আহসানুল হক দিদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ শাকিল, মোস্তুফা আমীর ফয়সাল, লিক্সন আহম্মেদ হিমেল, সায়মন আহমেদ ও রাকিব হাসান।
বিডি প্রতিদিন/হিমেল