৩৭ রকমের সবজি। প্রতিটির বাংলা ও ইংরেজি নাম টেবিলে লিখে সাজানো। টেবিল ঘিরে শিক্ষার্থীদের ভিড়। কেউ খাতায় লিখছে, কেউ আবার নিজেদের মধ্যে আলোচনা করছে। শিক্ষকরা শিক্ষার্থীদের এসব সবজির নাম ও গুণাগুণ সম্পর্কে ধারণা দিচ্ছেন।
আয়োজনের নাম 'সবজি দেখে লিখবো খাতায়'। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সবজি নিয়ে লিখিত পরীক্ষায় বসে। তিনটি কক্ষে প্রায় দেড়শ' শিক্ষার্থী ৫০ নম্বরের পরীক্ষায় অংশ নেয়। পরে তাদেরকে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি পুরস্কার দেয়া হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির নয়জন শিক্ষার্থী পুরস্কার পায়। বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত চলে এ আয়োজন।
এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দীন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ লুৎফর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ার হোসেন শামীম, ফরহাদুল ইসলাম, আশীষ সাহা প্রমুখ।
প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, 'আয়োজনটি শিক্ষার্থীরা বেশ উপভোগ করেছে। তারা সবজি দেখে তাৎক্ষণিকভাবে বাংলা ও ইংরেজিতে নাম, গুণাগুন লিখে আমাদেরকে অবাক করে দিয়েছে। আয়োজনটির জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা।'
প্রাথমিক শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দীন বলেন, 'সবজির প্রতি শিশুদের আগ্রহ কম। এ আয়োজনের মধ্য দিয়ে শিশুরা সবজি সম্পর্কে যেমন ধারণা পাবে তেমনিভাবে খাওয়ার প্রতিও আগ্রহ বাড়বে। আয়োজনকে ঘিরে শিশুদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।'
ইউএনও গাজালা পারভীন রুহি বলেন, 'বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন খুবই ব্যতিক্রম। শিশুদের মেধা ও মননশীলতার বিকাশে আয়োজনটি কাজে লাগবে।
বিডি প্রতিদিন/মুসা