“বাংলাদেশ বদলাই, বিশ্বকে বদলাই” – বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই বিপ্লব চেতনা ২০২৪ শ্লোগানকে সামনে রেখে, ৩১ জানুয়ারি, শুক্রবার, বরিশালের আগৈলঝাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহিদ পরিবারকে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি সকাল ১০টায় উপজেলা সদরের শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা। তাঁরা হলেন মো. আবুল হোসেন মোল্লা, মো. হাবিবুর রহমান মুন্সি, মো. আসাদুজ্জামান নূর, মো. মেহেদী হাসান, মো. ইয়াসিন, মো. আল আমিন সরদার এবং মো. সাইফুল ইসলাম। আহত সকলেই বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা।
শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদের সভাপতিত্বে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মো. হাবিবুর রহমান মুন্সি, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল, বসুন্ধরা শুভসংঘের আগৈলঝাড়া শাখার উপদেষ্টা সাংবাদিক এসএম ওমর আলী সানি, সাংবাদিক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক