রংপুর জেলার গংগাচড়া উপজেলার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিস্তার চর চল্লিশ সালের বাসিন্দা লিপি বেগমকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রংপুর জেলার গংগাচড়া উপজেলার লক্ষাটারি ইউনিয়ন পরিষদ চত্বরে তার হাতে মেশিনটি তুলে দেন বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অর্নশ্রী ঘোষ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক শাহরিয়া সাগর, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সারা দেশে বিধবা ও অসচ্ছল নারীদের সচ্ছল করতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন দেওয়া হচ্ছে।
বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তারই অংশ হিসেবে এই সেলাই মেশিন বিতরণ করা হলো।’
লিপি বেগম বলেন, 'আমি খুব গরিব মানুষ। আমার তিনটা সন্তান আছে। আমার স্বামী যে টাকা আয় করেন, তা দিয়ে সন্তানদের লেখাপড়া হয় না। এখন আমি এই সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় সেলাই করে সন্তানদের লেখাপড়া করাব। বসুন্ধরা শুভসংঘকে অনেক অনেক দোয়া করি আমাকে মেশিনটা দেওয়ার জন্য।'
বিডি প্রতিদিন/আশিক