লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক কলহের জেরে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিজের গলা ও গোপনাঙ্গে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত মাজেদুল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে মাজেদুল ক্ষিপ্ত হয়ে নিজের ওপরই আক্রমণ চালান। তিনি প্রথমে ছুরি দিয়ে নিজের গোপনাঙ্গ কর্তন করেন, পরে গলায় ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহতের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাম্পত্য কলহ থেকেই এমন চরম ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মাজেদুল ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও তা স্থায়ী হয়নি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল