কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের হদকরা গ্রামের মৃত মক্তম আলীর ছেলে ইব্রাহিম (৬৭) ২০ বছর ধরে নামাজের দাওয়াত দিয়ে আসছেন। কর্মব্যস্ততার কারণে অনেক মুসলমান নামাজ আদায় করতে পারেন না, কিন্তু ইব্রাহিম তাদেরকে বাজারে বাজারে হ্যান্ডমাইকের মাধ্যমে নামাজের তাগিদ দেন। এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তের সাথে না পড়ে সঠিক সময়ে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব তুলে ধরেন। তাঁর এই দাওয়াতি কাজের কারণে তাঁকে মুসল্লীরা "সময়ের ফেরিওয়ালা" হিসেবে জানেন।
সম্প্রতি তাঁর এই দাওয়াতি কর্মকাণ্ড নিয়ে '২০ বছর ধরে মানুষকে নামাজের জন্য ডাকেন ইব্রাহিম' শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সংস্করণে প্রকাশিত হয়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন দেখার পর ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সদস্যরা ইব্রাহিমের বাড়িতে উপহার নিয়ে যান। তাঁকে একটি নতুন হ্যান্ডমাইক ও জায়নামাজ উপহার হিসেবে তুলে দেন।
ইব্রাহিম উপহার পেয়ে আনন্দিত হয়ে বলেন, "সবকিছু আল্লাহ তায়ালার দয়া।" তিনি নতুন হ্যান্ডমাইক পাওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক সৈকত, এবং বাগমারা বাজারের মাহাদী টাইলস এন্ড সেনিটারী সত্ত্বাধিকারী নজরুল ইসলাম খোকন।
নজরুল ইসলাম খোকন বলেন, "বৃদ্ধ ইব্রাহিমকে আমি প্রায় বলতে শুনেছি, ‘আসেন সবাই নামাজ পড়েন। নামাজ ছাড়বেন না।’ এতে করে অনেকে উৎসাহিত হয়, নামাজের কথা স্মরণ হয়। আমি তার দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি বসুন্ধরা শুভসংঘকেও ধন্যবাদ জানাচ্ছি।"
বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, "ইব্রাহিম সাহেব ২০ বছর ধরে যে দাওয়াতি কাজটি করছেন, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ। তার ব্যবহৃত হ্যান্ডমাইকটি পুরাতন হওয়ায় আওয়াজ কিছুটা অস্পষ্ট ছিল। তাই আমরা তাকে নতুন একটি হ্যান্ডমাইক ও জায়নামাজ উপহার দিয়েছি।"
এছাড়া, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সহ-সভাপতি ও আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাছুম বিল্লাহ মুহাজির বলেন, "সকল শুভকাজে লালমাইবাসীর পাশে থাকতে চায় বসুন্ধরা শুভসংঘ। ক্ষুদ্র পরিসরে হলেও বৃদ্ধ ইব্রাহিম ও প্রতিবন্ধী জাবেদ ওমরের বাড়িতে উপহার নিয়ে ছুটে যান শুভসংঘের বন্ধুরা। ইনশাল্লাহ, এভাবেই মানবতার জয় হবে।"
উল্লেখ্য, বৃদ্ধ ইব্রাহিম ২০ বছর ধরে হ্যান্ডমাইকে মুসলমানদের নামাজের দাওয়াত দিয়ে আসছেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত তার এই দাওয়াতি কাজ চলতে থাকে। তিনি ঘড়ি বা মোবাইল ফোন ব্যবহার না করলেও সূর্য দেখে নামাজের সময় জানিয়ে দেন। তাঁর এই নিঃস্বার্থ দাওয়াতি কাজ কুমিল্লার মুসল্লীদের কাছে এক ধরনের প্রেরণা হয়ে উঠেছে
বিডি প্রতিদিন/আশিক