বসুন্ধরা শুভসংঘ ফেনী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনটির কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা মো. ওমর ফারুক ভূঁইয়া বেলাল, উপদেষ্টা এম. মামুনুর রশীদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সিদ্দিক আল মামুন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন, নিউজ২৪ প্রতিনিধি ইয়াছিন সুমন প্রমুখ।
এছাড়া জেলা শাখার সভাপতি জসিম ফরায়েজী, সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ, সহ-সভাপতি আবদুল মোতালেব শাহীন, সাংগঠনিক সম্পাদক শাহ শহীদ, দপ্তর সম্পাদক তানজিদ শুভ, প্রচার সম্পাদক মো. হারুন, তথ্য প্রযুক্তি সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক এস.বি প্রিয়, আপ্যায়ন সম্পাদক সৈয়াদা রেহানা, সদস্য মোহাম্মদ শারীদ, রায়হান কবির, রেজাউল করিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা শাখার সভাপতি জসিম ফরায়েজী বলেন, ‘আমাদের সদস্যদের পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্যদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়েছে। ’
সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ বলেন, ‘সবার মতামতের ভিত্তিতে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে এবং সে অনুযায়ী কাজ করা হবে।'
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ