ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এগ্রো ইন্ড্রাস্ট্রিলাইজেশন ক্লাবের উদ্যোগে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হল কৃষিভিত্তিক প্রতিযোগিতা 'ইন্ট্রা ইউনিভার্সিটি ইনফো বোর্ড কম্পিটিশন'-এর সমাপনী পর্ব। ২৩ নভেম্বর প্রতিযোগিরা বিভিন্ন কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ও পণ্যের ওপর তাদের তৈরি করা প্রজেক্ট জমা দেয়। মোট ৬৫টি দলের প্রজেক্ট নিয়ে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রথম পর্ব। বিচারকদের রায়ে ২৫টি দল ২য় পর্বে উন্নীত হয়।
গত ৩০ নভেম্বর ২য় পর্বের ২৫টি দলের প্রজেক্ট প্রদর্শনী হয় বিশ্ববিদ্যালয়ের ওয়াই-ফাই জোনে। প্রজেক্ট প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ড. মোহাম্মদ ফরাসউদ্দীন। পরে তিনি পুরো গ্যালারি ঘুরে দেখেন এবং প্রতিযোগীদের বিভিন্ন ধরনের উপদেশ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ৪ জন সম্মানিত শিক্ষক অনুষ্ঠানে বিচারকের ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন ক্লাবের মডারেটর কাজী মোহাম্মদ ফরহাদ মাহমুদ। বিচারকমন্ডলীদের রায় ও শিক্ষার্থীদের ভোটের ফলাফল অনুযায়ী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় 'টিম ফক্সর্টট'। 'বাঁশ' নিয়ে করা তাদের প্রজেক্ট ছিল অত্যন্ত চমকপ্রদ। ১ম রানারআপ হয় 'টিম ইনফরমেশন বিজিনেস মাফিয়া (লুনাটিক)' এবং ২য় রানারআপ হয় 'টিম আনবিটেন ৩'। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় কৃষিভিত্তিক 'ক্ইুজ প্রতিযোগিতা'।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের 'নওশের আলী' লেকচার গ্যালারিতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম শাহিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ জে এম শফিকুল আলম। অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক রূপা রায়।
এগ্রো ক্লাব সম্পর্কে ক্লাবের সভাপতি মোহাম্মদ আল রাফি আহমেদ জানান, এগ্রো ইন্ড্রাস্ট্রিলাইজেশন ক্লাব দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম কৃষিভিত্তিক ক্লাব। ক্লাবের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কৃষিবিষয়ক দক্ষতা বৃদ্ধি যার দ্বারা ভবিষ্যতে তারা দেশের কৃষিখাতে সাথে সাথে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ