দক্ষিণ কোরিয়ার সুংচুনহিয়াং ইউনিভার্সিটির অধ্যাপক ড. চ্যাং সু সুহ-এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন - ঢাকাস্থ কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর বে জিন হিউন এবং মার্ক এ্যানি’র পরিচালক লি চুল হি।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শরিয়ত উল্লাহ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশীপ বিভাগের সহকারী অধ্যাপক মো রাশেদুর রহমানসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা কোইকার আর্থিক সহযোগিতায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ ল্যাব (ডি ইউ আইই ল্যাব)’ আধুনিকায়নের বিষয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৭/এনায়েত করিম