রান্না করতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নুরুন্নাহার হাসি নামের এক শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ সেশনের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে থাকতেন।
রবিবার হলের মধ্যে পুডিং রান্না করতে গিয়ে তিনি অসাবধনতাবশত দগ্ধ হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমদ জানান, আহতাবস্থায় নুরুন্নাহার হাসিকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব