১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১২:১৯

ইবি প্রক্টরের 'গাড়ি বিলাসিতা' খতিয়ে দেখতে তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইবি প্রক্টরের 'গাড়ি বিলাসিতা' খতিয়ে দেখতে তদন্ত কমিটি

প্রক্টর ড. মাহবুবর রহমান

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে 'গাড়ি বিলাসিতা' শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাড়ি বিলাসিতার বিষয়ে খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমানকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান ইল আম্বিয়া এবং পরিবহন অফিসের সহকারী রেজিষ্ট্রার মওদুদ আহমেদ। গঠিত কমিটিকে যথাশীঘ্রই তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

 

বিডি প্রতিদিন/১৮ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর