জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তৃতীয়দিনের মতো উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। আজ সোমবার সকাল থেকেই হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচিসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ইস্যুতে নানা কর্মসূচি পালন করে আসছেন হাজার হাজার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টা থেকে সহস্রাধিক শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা দফায় দফায় বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভ শেষে হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করছেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি হলের সামনে মানববন্ধন পালন করছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই এবং ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল ক্লাব, সামাজিক সংগঠন বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা জাফর ইকবালের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সমাবেশ থেকে কয়েকটি দাবি উত্থাপন করেছেন। তারা জানিয়েছেন তাদের দাবি পূরণ হওয়া না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
তাদের দাবিগুলো হলো জাফর ইকবালের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক তথ্যসমূহ প্রকাশ করতে হবে, এই ন্যক্কারজনক ঘটনার দ্রুততম সময়ের ভিতরে বিচার নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা আরো দাবি জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলোর মধ্যে- ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, দ্রুততম সময়ে ক্যাম্পাসে সীমানাপ্রাচীর নির্মাণ করতে হবে, নিরাপত্তা ইস্যু সুষ্ঠু সমাধানের নামে হয়রানিমূলক নিয়ম নীতি প্রণয়ন না করে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করতে হবে।
এছাড়াও তাদের দাবি সমূহের মধ্যে রয়েছে ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা বিধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে এক অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৮/মাহবুব