শিক্ষাবিদ ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় ২য় দিনের মত দিনব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
সোমবার সকাল দশটায় ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন থেকে মৌন মিছিল ও মানববন্ধন করে বিশ্বদ্যিালয়ের সিএসই ও ইইই বিভাগের শিক্ষার্থীরা। পরবর্তীতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিকে রবিবার থেকে দিনব্যাপী সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি চলছে।
অন্যদিকে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষক সমিতির পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করছে বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এসময় তারা প্রশাসনিক ভবন-২ এর সামনে অবস্থান নেন। কর্মবিরতিতে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই কীভাবে আমরা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারি সেই ব্যবস্থা নিশ্চিত করব।
বর্বর এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান।
এদিকে বিকেল থেকে কর্মসূচির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। মুক্তমঞ্চে রক্তের ঘটনার প্রতিবাদে লাল ব্যাজ ধারণ এবং সন্ধ্যা ছয়টায় আলোর মিছিল করবেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীরা।
উল্লেখ্য, গত শনিবার মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার পরপরই বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠে। গত শনিবার রাত থেকে আজ পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/৫ মার্চ ২০১৮/হিমেল