প্রখ্যাত লেখক ও অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শেখ রাসেল চত্বরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন।
বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একই স্থানে মানববন্ধনের আয়োজন করেন।হামলায় জড়িতদের শাস্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণাও দেন শিক্ষক সমিতি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিভাগটির বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম, বিভাগটির সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, শিক্ষার্থী শামিম আহমেদ, মারিয়া শোভা, রুম্মান, মনোয়ার হোসেন প্রমুখ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বকুল কুমার চক্রবর্তী, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম তারিকুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান, কলা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মাজহারুল আনোয়ার।
বক্তারা বলেন, জাফর ইকবাল শুধু একজন ব্যক্তি নন। জাফর ইকবালকে নিশ্চিহ্ন করা এতো সহজ নয়। প্রতিটি ঘরে ঘরে জন্ম নিবে জাফর ইকবাল। তাকে হত্যা করে কোন ধরণের স্বার্থ হাসিল কেউ করতে পারবে না। ড. জাফর ইকবাল মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন ব্যক্তি। এ হামলা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। শিক্ষক সমাজের উপর এমন ন্যাক্কারজনক হামলা দেশ, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হামলা।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ফারজানা