তৃতীয় দিনের মত মৌন মিছিল ও প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনার প্রতিবাদ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন থেকে ‘ড. জাফর ইকবাল স্যারের ওপর হামলার তীব্রনিন্দাজ্ঞাপন ও প্রতিবাদ’ সম্বলিত ব্যানারে মৌন মিছিল বের করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ (এসডব্লিউই) বিভাগের শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-২ এর সামনে এসে একটি সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিএসই বিভাগের অধ্যাপক মো. শহিদুর রহমান, অধ্যাপক মো. রেজা সেলিম, অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা জাফর ইকবালের ওপর হামলাকারী এবং এর নেপধ্যে যারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার পরপরই বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠে। গত শনিবার রাত থেকে আজ পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন