শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
মঙ্গলবার সাড়ে ১১টায় শিক্ষক সমিতির প্রতিবাদ র্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।
তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাস বহিরাগতদের অভয়ারণ্য হয়ে গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শুরু হবে। এসময় তিনি জাফর ইকবালের ওপর হামলার বিচার দ্রুত বিচার ট্রাইবুন্যালের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ইলিয়াস উদ্দীন বিশ্বাস, প্রফেসর কবির হোসেন, প্রফেসর আখতারুল ইসলাম, প্রফেসর ড. মস্তাবুর রহমান, প্রফেসর আমিনা পারভীন প্রমুখ।
এদিকে আগামীকাল বুধবার গণস্বাক্ষর ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ।
উল্লেখ্য, গত শনিবার মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার পরপরই আজ পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন