বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মানববন্ধন করা হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি সমিতির পক্ষ থেকে মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক সাদৎ-আল-হারুন।
এছাড়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল