শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সিকিউরিটি গার্ডকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় মো. খালেকুজ্জামান নামের ঐ সিকিউরিটি গার্ডকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৩য় তলা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হতে পারে।’
সূত্রে জানা যায়, আটককৃত খালেকুজ্জামানের গ্রামের বাড়ি হামলাকারী ফয়জুলের এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে। তিনি একটি কোম্পানির অধীনে বিশ্ববিদ্যালয়ে চার বছর ধরে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত রয়েছেন।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল