জাফর ইকবালের ওপর হামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মঙ্গরবার সকাল সাড়ে ১১টায় ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিবাদ র্যালি ও মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, দেশে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। আর এই বিশ্ববিদ্যালয়কে জঙ্গিবাদ মুক্ত করতে সবার সার্বিক সহযোগিতা চাই। বর্তমানে ক্যাম্পাস বহিরাগতদের অভয়ারণ্য হয়ে গেছে। এছাড়া ‘আগামী দুই সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শুরু হবে’ বলে জানান তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জাফর ইকবালের ওপর হামলার দ্রুত বিচার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে ‘রাষ্ট্রপতি বরাবর ২৫০০ শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি’ দিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার জাফর ইকবালের উপর হামলার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল