ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) র্যালি হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে এ র্যালি হয়।
র্যালিটি প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে একটি সমাবেশে মিলিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহীর উদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
উপাচার্য বলেন, ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণের মধ্য দিয়ে একটি জাতি মাথা তুলে দাঁড়ায় এবং তা বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এটি আমাদের স্বাধীনতার সনদপত্র।
অপরদিকে, সকাল সাড়ে ১১টায় ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তাকিম আহমেদ, তারিকুল ইসলামসহ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী।
বিডি প্রতিদিন/০৭ মার্চ ২০১৮/এনায়েত করিম