শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়েছে। শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির অয়োজন করে। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে অর্ধ সহস্রাধিক সাংস্কৃতিক কর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
এদিকে, ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বেলা ১২টায় শাবি শিক্ষক সমিতি দুইদিনব্যাপী গণস্বাক্ষর ও কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাফর ইকবালের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট চারদিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে রয়েছে ৭ মার্চ সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, ৮ মার্চ চলচ্চিত্র প্রদর্শনী (চোখ ফিল্ম সোসাইটি) ও মাইম প্রদর্শনী (আজ মুক্তমঞ্চ), ৯ মার্চ মৌলবাদবিরোধী আলোচনা ও ১০ মার্চ মৌলবাদবিরোধী সাইকেল শোভাযাত্রা।
বিডি প্রতিদিন/০৭ মার্চ ২০১৮/এনায়েত করিম