ঢাকায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি আন্দোলনে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানবন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেছেন, শিক্ষামন্ত্রীকে বলতে চাই কোন শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন একদিনের জন্যও নষ্ট না হয়। তাদেরকে মানসিকভাবে অত্যাচার করা না হয়। আমাদের ক্ষোভ পুলিশ প্রশাসনের প্রতি নয়, আমাদের ক্ষোভ পরিবহন ব্যবস্থার উপর। পরিবহন ব্যবস্থার এ অনিয়ম এবং দুর্নীতি সরকারকে খতিয়ে দেখা দরকার। আজ কেন চলন্ত গাড়িতে নারীদের হয়রানি করা হয়? এ সমস্যাগুলো সমাধানে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী আল-আমিন প্রধান তারেক বলেন, আজ আমরা কোন দেশে বাস করছি, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অনেকের প্রাণ ঝরছে কিন্তু তার কোন সমাধান হচ্ছে না। এক জরিপে দেখা যায়, প্রতিদিন গড়ে ৬৪ জন প্রাণ হারাচ্ছে এই সড়ক দুর্ঘটনায়। এসব কি প্রকৃতপক্ষে দুর্ঘটনা নাকি দুর্ঘটনার নামে পরিকল্পিত হত্যাকাণ্ড? আমরা সরকারকে অনুরোধ করছি এ বিষয়টি খতিয়ে দেখার জন্য, অন্যথায় আমরা তীব্র আন্দোলন করব।
মানববন্ধন কর্মসূচিতে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী শাকিলা খাতুনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের আরিফুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের জান্নাতুল নাঈম, ব্যবস্থাপনা বিভাগের সাজ্জাদ হোসেন, ফলিত রসায়ন বিভাগের আবু শাহিন, চারুকলা বিভাগের আফরুকুন্নাহার, ইসলামিক স্টাডিজ বিভাগের ইসরাফিল ইসলাম, পরিসংখ্যান বিভাগের নিয়ামুল ইসলাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রঞ্জু হাসান ও লোক-প্রশাসন বিভাগের সাদিয়া ইসলাম।
বিডি প্রতিদিন/ফারজানা