শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলে চুরির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেন।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. এ.জেড.এম মঞ্জুর রশিদ, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক আমিনা পারভীন ও প্রক্টর জহির উদ্দিন আহমেদ। কমিটিকে অতিদ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর রাতে শাবির প্রথম ছাত্রী আবাসিক হলে চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা একটি কক্ষ থেকে দুইটি মোবাইল হাতিয়ে নেয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন