চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির কর্মী সন্দেহে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তার কাছে জিহাদি বই পাওয়া যায় বলে জানা যায়।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন চত্বরের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. হানিফ। তার বাড়ী কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায়। সে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছে বলে জানা যায়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাশকতা চালানোর উদ্দেশ্য নিয়ে জামাত-শিবিরের সন্ত্রাসীরা বিভিন্ন পরিকল্পনা চালাচ্ছে। মো. হানিফ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অবস্থান করছে। আমাদদের নেতা-কর্মীরা সেটি লক্ষ্য করে আসছে। আজকে ক্যাম্পাসে তাকে হঠাৎ ঘুরতে দেখা যাওয়ায়। তার সাথে বেশ কিছু জিহাদি বই পাওয়া যায়। পরে বইসহ তাকে পুলিশে সোর্পদ করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সবুর আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির কর্মী সন্দেহে একজনকে আটক করে নিয়ে আসে। আমরা যাচাই বাচাই করে দেখছি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান