চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করে জখম করেছে শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। মারধরকারীরা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মী বলে জানা যায়। রবিবার সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম সাইফুল্লাহ খালেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪-১৫ সেশনের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, সাইফুল্লাহ আজ সকাল সাড়ে ১০টার দিকে নাস্তা করতে কলা ঝুপড়িতে যায়। পরক্ষণে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবির সন্দেহে তাকে বেধড়ক মারধর করে। এ সময় ইট, পাটকেল দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সাইফুল্লাহকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে আসে।
আহত শিক্ষার্থী সাইফুল্লাহ খালেদ বলেন, '২০১৩ সালে একটি ইসলামিক পোস্ট শেয়ার করার কারণে তারা আমাকে মারধর করেছে। অথচ আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ২০১৫ সালে।'
ইসলামিক স্ট্যাডিজ সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ আরিফ বলেন, 'সাইফুল্লাহ খুব মেধাবী ও নিয়মিত ছাত্র। সে বিভিন্ন সামাজিক সংঠনের সাথে যুক্ত। তাকে কখনো রাজনীতির সাথে যুক্ত হতে দেখিনি।'
শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ বলেন, সকল তথ্য উপাত্ত আমাদের কাছে আছে সে যে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত।
চবি মেডিকেল সেন্টারের চিফ ড. আবু তৈয়ব বলেন, 'মাথায় গুরুতর আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসফাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।'
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখরুজ্জামান বলেন, 'এক শিক্ষার্থীকে মারধরের পর আমরা তাকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে আসি।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ