আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রী দুটি গ্রুপেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
প্রথম রানার্স-আপ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী দুটি গ্রুপ ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র ও ছাত্রী দুটি গ্রুপ।
বুধবার রাতে হাবিপ্রবি’র অডিটোরিয়াম-২ এ চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলদ্বয়কে ট্রফি তুলে দেন হাবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
হাবিপ্রবি’র শরীরচর্চা শিক্ষা শাখার পরিচালক প্রফেসর ড. শাহ্ মো. মঈনুর রহমান-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতা মোমিনুল হক রাব্বি ও রিয়াদ খান।
স্বাগত বক্তব্য রাখেন- আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ আয়োজক কমিটির সদস্য-সচিব হাবিপ্রবি’র শরীরচর্চা শিক্ষা শাখার উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চলনা করেন হাবিপ্রবি’র শিক্ষক মাঈনুদ্দিন রাসেল।
উল্লেখ্য, গত ১০ মার্চ থেকে হাবিপ্রবি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ এ ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম