ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা ঢাবি শিক্ষার্থীর উপর হামলার বিচার ও বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যের সামনে এই মানববন্ধন করে তারা। পরে এতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) সহ-সভাপতি(ভিপি) নুরুল হক নুর এবং সহ-সাধারণ সম্পাদক(এজিএস) সাদ্দাম হোসেনসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ‘পলাশী’ এলাকায় ক্যাম্পাসে ফেরার পথে বহিরাগত একদল যুবকের হাতে মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম। এ ঘটনায় তাজুলের হাত ভেঙে যায়। শরীরের অন্যান্য স্থানেও গুরুতর আঘাত পান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার বিচার এবং বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দে’র ব্যানারে মানববন্ধনে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে সংহতি জানিয়ে যোগ দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি প্রমূখ। ভুক্তভোগী তাজুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নুরুল হক নুর বলেন, ক্যাম্পাসে বহিরাগত সমস্যা দীর্ঘদিনের। যেকোনো বিষয়ে প্রশাসনকে জানালে তারা ‘গা ছাড়া’ ভাব দেখায়। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণের বিষয়ে অভিযোগ করলে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের রাস্তা সিটি কর্পোরেশনের আওতায়। অথচ গত বছর সলিমুল্লাহ মুসলিম হলের সঙ্গে বুয়েটের সমস্যা হলে বুয়েট কর্তৃপক্ষ বহিরাগত ও বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে শুক্রবার ডাকসুতে একটি বৈঠকে সিদ্ধাস্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন