২৪ এপ্রিল, ২০১৯ ১৫:০৯

উপাচার্যের অপসারণ দাবিতে ববিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উপাচার্যের অপসারণ দাবিতে ববিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ২৭ এপ্রিল থেকে টানা আন্দোলনে সরকারের নীতিনির্ধারকরা কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় আজ সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচতলায় আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রতিনিধি লোকমান হোসেন ও শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও ভিসি পদত্যাগ করেননি এবং তাকে বাধ্যতামূলক ছুটিও দেওয়া হয়নি। এ কারণে আমরণ অনশন কর্মসূচী বেছে নিয়েছেন তারা।

এদিকে একই দাবিতে ২ ঘণ্টার পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই উপাচার্যের সাথে শিক্ষকরা আর কোন কার্যক্রমে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছেন বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া।

পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী উপাচার্যের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরাও।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর