ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকের সন্তান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থী। মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রখর রোদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করে, যারা প্রত্যেকেই কৃষক বাবার সন্তান।
শিক্ষার্থীদের দাবি, কৃষকরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে কঠোর পরিশ্রম করে ধান উৎপাদন করেন। সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের ঘোষণা দিলেও এর সুফল প্রকৃত কৃষকরা পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগীরা কৃষকদের কাছ থেকে ধান কিনে সরকারি গুদামে বিক্রি করছেন। ফলে সরকারের দেওয়া প্রণোদনা সব সুবিধা ভোগ করছেন ওই সব মধ্যস্বত্বভোগী।
তাই কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/শফিক