বিশ্বে সবচেয়ে জনপ্রিয় মিডিয়া প্লেয়ারগুলোর একটি ভিএলসি। তবে এখন হয়তো আপনি ভিএলসি আন-ইনস্টল করে দিতে চাইবেন। কারণ সম্প্রতি এতে গুরুতর নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে।
জার্মানির সিকিউরিটি এজেন্সি সিইআরটি-বান্ড (CERT-Bund) ভিএলসির এ ত্রুটি বের করেছে। এই ত্রুটিকে জটিলধর্মী হিসেবে আখ্যা দেয়া হয়েছে।
ওই ত্রুটির কারণে রিমোট কোড এক্সিকিউশন (আরসিই) মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই সফটওয়্যার ইনস্টল, মডিফাই ও রান করাতে পারে। এর মাধ্যমে হোস্ট সিস্টেমের ফাইলও ফাঁস করা সম্ভব। অর্থ্যাৎ হ্যাকাররা আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারবে এবং ফাইল দেখতে পারবে।
এ নিরাপত্তা ঝুঁকি থেকে দূরে থাকতে MKV ডাউনলোডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশ্বাসযোগ্য নয় এমন MKV ফাইল ডাউনলোড করে ভিএলসিতে চালানো যাবে না।
বিডি প্রতিদিন/ফারজানা