বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, ঢাকায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। দুই সিটি করপোরেশন ডেঙ্গু সমস্যা সমাধানে ব্যর্থ। হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা নেই। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। আজ আমরা ৫০টি মেশিন দিয়ে সারা ক্যাম্পাসে ওষুধ ছিটিয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও একাডেমিক ভবনের আশপাশে ওষুধ ছিটানোর দৃশ্য ফেসবুক একাউন্টে লাইভ করেন রাব্বানি। তাতে দেখা যায় নিজেই মেশিন হাতে নিয়ে মশার ওষুধ ছিটাচ্ছেন রাব্বানী।
তিনি আরও বলেন, মশা নিধনের জন্য বিশাল বাজেট থাকে সিটি করপোরেশনগুলোতে। এগুলো ঠিক মতো জবাবদিহিতার মধ্যে যেত তাহলে হয়তো ডেঙ্গু এই মহামারি আকার ধারণ করতো না।
বিডি প্রতিদিন/ফারজানা