আমার দায়িত্ব পালনকালে কোনও শিক্ষার্থী, শিক্ষক কিংবা শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনও ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
শনিববার চট্টগ্রাম বিশ্ববিদ্যিলয়ের ৩১তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্যের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, আমি সবেমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব গ্রহণ করেছি। আমি চাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখব।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডকে পরিচালনার ক্ষেত্রে আমি সততা, ন্যায়-নিষ্ঠা এবং ন্যায্যতাকে সর্বাগ্রে অগ্রাধিকার দেব।
তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকারের গৃহীত কেন্দ্রীয় পলিসির সঙ্গে সমন্বয় রেখে চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞানভিত্তিক সমাজ, দুর্নীতিকে জিরো টলারেন্স এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দর্পণকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বার্ষিক ৩১তম সিনেট অধিবেশনে সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।
বিডি প্রতিদিন/কালাম